![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fiedcr-20200919182238.jpg)
বদলগাছীতে ভুয়া নিয়োগ বোর্ডে প্রধান শিক্ষক নিয়োগ
নওগাঁর বদলগাছী উপজেলার শেরপুর উচ্চ বিদ্যালয়ে ভুয়া নিয়োগ বোর্ড গঠন করে প্রধান শিক্ষক নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নিয়োগ কমিটির বিরুদ্ধে।
করোনভাইরাস সংক্রমণের মধ্যে বিদ্যালয় বন্ধ থাকার সুযোগকে কাজে লাগিয়ে মোটা অঙ্কের টাকার বিনিমিয়ে গোপনে মিজানুর রহমান নামে একজনকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি উপজেলার ‘পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়ের’ সহকারী প্রধান শিক্ষক ছিলেন।