কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চার বছরে তিনগুণ বেড়েছে বাংলাদেশিদের শেনজেন ভিসা অনুমোদন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ১১:১২

শেনজেন অঞ্চলের দেশগুলো ভ্রমণে বাংলাদেশিদের ভিসা অনুমোদনের হার চার বছরে বেড়েছে প্রায় তিনগুণ। ২০১৫ সালে যেখানে বাংলাদেশি আবেদনকারীদের শেনজেন ভিসা অনুমোদনের হার ছিল ২০ দশমিক ৪ শতাংশ, ২০১৯ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৫২ দশমিক ৫ শতাংশে। একইসঙ্গে, প্রতিবছরই ধারাবাহিকভাবে বেড়েছে বাংলাদেশি আবেদনকারীর সংখ্যাও। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শেনজেন ভিসার পরিসংখ্যানে দেখা যায়, ২০১৫ সালে ১৬ হাজার ২৮৯ বাংলাদেশি আবেদনকারীর মধ্যে ভিসা পেয়েছিলেন ৩ হাজার ৩২৩ জন (২০ দশমিক ৪ শতাংশ), ২০১৬ সালে ১৭ হাজার ২৬৫ জনের মধ্যে ভিসা পান ৬ হাজার ৪১৫ জন (৩৭ দশমিক ২ শতাংশ), ২০১৭ সালে ১৯ হাজার ৬৫২ জন আবেদনকারীর মধ্যে অনুমোদন পেয়েছিলেন ৯ হাজার ৫১১ জন (৪৮ দশমিক ৪ শতাংশ), ২০১৮ সালে ১৯ হাজার ৯৯৭ জনের মধ্যে ভিসা পান (৯ হাজার ১৩৩ জন (৪৫ দশমিক ৭ শতাংশ) এবং ২০১৯ সালে আবেদন করেছিলেন ২২ হাজার ৯০৩ জন, যার মধ্যে ভিসা পেয়েছেন ১২ হাজার ২৩ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও