কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নিজেদের মধ্যে মারামারি করে কঠোর সমালোচনায় বিএনপি

ডেইলি বাংলাদেশ খালেদা জিয়ার গুলশান কার্যালয় প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৬

আন্দোলনে বারবার ব্যর্থ হয়ে এবার নিজেদের মধ্যে মারামারি করে আলোচনায় এসেছে দীর্ঘদিন রাজপথের বাইরে থাকা দল বিএনপি। জানা গেছে, কমিটি গঠন থেকে শুরু করে নির্বাচন ও মনোনয়নসহ বিভিন্ন ইস্যুতে দলটির নেতা-কর্মীরা মাঝেমধ্যেই নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হচ্ছেন।
চার আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে এরইমধ্যে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং গুলশান চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ের সামনে দুই দফা নিজেদের মধ্যে মারামারির ঘটনা ঘটিয়েছে দলের মনোনয়ন প্রত্যাশীরা। এ ঘটনায় ক্ষুব্ধ দলের সিনিয়র নেতা-কর্মীরা। তদন্ত সাপেক্ষে দায়ীদের শাস্তি দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানিয়েছেন তারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্দোলনের নামে একের পর এক ব্যর্থতায় বিগত কয়েক বছর ধরে নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছেন। ফলে অস্তিত্ব ও স্বার্থ রক্ষায় সংঘাতপূর্ণ রাজনীতি চলছে দলের ভেতরে ও বাইরে। আন্দোলন করে দলীয় কোনো দাবি আদায় করতে পারেনি বিএনপি। এ পরিস্থিতিতে তারা নিজেদের মধ্যে মারামারি করে আলোচনায় থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও