
শনিবার আসতে পারে আটকে থাকা ভারতীয় পেঁয়াজ
শনিবার (১৯ সেপ্টেম্বর) হিলি স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে পারে সীমান্তের ওপারে অপেক্ষমাণ পেঁয়াজবাহী ট্রাক। পাঁচ দিন আটকে থাকার পর অনুমতি সাপেক্ষে ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশ করতে পারে। ভারতীয় রফতানিকারকরা বাংলাদেশি আমদানিকারকদের এই তথ্য জানিয়েছেন। অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে ভারত সরকার গত সোমবার থেকে পেঁয়াজ রফতানি বন্ধ করায় এসব ট্রাক বাংলাদেশে ঢুকতে পারেনি।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে ভারত সরকার যে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছিল, এতে করে আমাদের ২৫০ ট্রাকের মতো পেঁয়াজ বোঝাই ট্রাক ভারতের অভ্যন্তরে বিভিন্ন সড়কে অবস্থান করছে। অতিরিক্ত গরম ও বৃষ্টির কারণে সেসব ট্রাকের মধ্যে কিছু ট্রাকের পেঁয়াজের ইতোমধ্যে পচন ধরতে শুরু করেছে।