You have reached your daily news limit

Please log in to continue


করোনাকে হারাতে মাস্কের গুরুত্ব অপরিসীম

কোভিড লড়াইয়ে ‘মাস্ক ইজ ইওর টাস্ক’।বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই ঘোষণা করেছিল যে, করোনা লড়াইয়ে মাস্ক অন্যতম প্রধান অস্ত্র। কিন্তু সঠিক ভাবে মাস্ক ব্যবহার না করলে কিন্তু রোখা যাবে না করোনা। বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, একমাত্র তিন স্তরের মাস্কই করোনার প্রবেশ রুখতে সম্ভব। এমনকি এই দিকটাও খেয়াল রাখতে হবে যে, মাস্ক যেন মুখ ও নাক সম্পূর্ণ আবরণ করে রাখে। তাই শুধু মাস্ক থাকলেই হবে না, সঠিক ভাবে ব্যবহারও করতে হবে । হার্ভার্ড পাবলিক হেলথ স্কুলের একটি রিপোর্ট বলছে , বিমানে লম্বা সফরের সময়ে একটানা মাস্ক পরে থাকলে সংক্রমণ অনেকটাই রোখা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, বিমানে এয়ার ফিল্ট্রেশন, হেপা ফিল্ট্রেশন যতটা জরুরি ততটাই জরুরি যাত্রীদের মাস্কের ব্যবহার। বিমান বন্দরে ঢোকা থেকে শুরু করে, বিমান বন্দর থেকে বেরোনো পর্যন্ত যদি মাস্ক মুখে রাখা যায় তাহলে যাত্রীদের মারফত সংক্রমণ ছড়ানো অনেকটাই আটকানো সম্ভব।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন