তারকাদের এসব পোষা প্রাণীর খ্যাতি মালিকের চেয়েও কম নয়

প্রথম আলো প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮

তারকাদের ওপর পাদপ্রদীপের আলো থাকে সারাক্ষণ। সেই আলো কখনো কখনো গিয়ে পড়ে তাঁদের পোষা প্রাণীর ওপরও। সেটাই সম্প্রতি আবার মনে করিয়ে দিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের পোষা বিড়াল ‘জেবু’। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি আর গল্পের সূত্রে জেবু এখন তারকা। বিশ্বজুড়ে এমন নজির কম নয়। অনেক সময় তারকাদের পোষা প্রাণীরা শুধু সঙ্গী হয়ে থাকেনি, বরং নিজেরাই হয়ে উঠেছে জনপ্রিয় সংস্কৃতির অংশ। চলুন, তেমনই কিছু তারকা পোষা প্রাণীর গল্প জেনে নেওয়া যাক।


অড্রে হেপবার্নের কুকুর


বিখ্যাত হলিউড তারকা অড্রে হেপবার্নের কুকুরটির নাম ছিল ‘মিস্টার ফেমাস’। হেপবার্ন কুকুরটিকে এতই ভালোবাসতেন যে ১৯৫৭ সালের ‘ফানি ফেস’ সিনেমার একটি দৃশ্যে পোষা প্রাণীটিকে সঙ্গে নিয়েই ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন। মিস্টার ফেমাসের জনপ্রিয়তায় সে সময় হলিউডে ইয়র্কশায়ার টেরিয়ারের চাহিদাও হঠাৎ বেড়ে গিয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও