নতুন বছরে খরচ কমানোর ১০ কৌশল
প্রথম আলো
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯
মূল্যস্ফীতির কারণে প্রায় জিনিসপত্রের দাম বেড়ে গেছে। খরচের সঙ্গে পাল্লা দিয়ে পেরে ওঠা যাচ্ছে না। নতুন বছরে কী করবেন।
নতুন বছরে আয়-ব্যয়ের ভারসাম্য ঠিক রাখতে এখনই খরচ পরিকল্পনা জরুরি। সামান্য সচেতনতাই বছরের শেষে সঞ্চয় ও স্বস্তি বাড়াতে পারে।
নতুন বছরের খরচ নিয়ন্ত্রণের ১০টি কৌশল নিয়ে আলোচনা করা যেতে পারে।
১. বছরের শুরুতেই বাজেট করুন
নতুন বছরের শুরুতে মাসওয়ারি বাজেট ঠিক করে ফেলা উচিত। যেমন মাসিক আয় ৫০ হাজার টাকা। বাসাভাড়া, খাবার, যাতায়াত, শিক্ষা, চিকিৎসা—প্রতিটি খাতে কত খরচ হবে, তা আগেই লিখে ফেলুন। লিখিত বাজেট থাকলে হঠাৎ খরচে লাগাম টানা সহজ হয়।
- ট্যাগ:
- লাইফ
- খরচ কমানো
- খরচ কমানোর উপায়