বাংলাদেশ থেকে বিদেশে বিনিয়োগ কত

প্রথম আলো আসজাদুল কিবরিয়া প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০, ১২:২৮

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর চেষ্টা চলছে অনেক বছর ধরেই। তবে অর্থনীতির আয়তন ও সক্ষমতা বাড়ার সঙ্গে মিল রেখে এখনো যথেষ্ট বিদেশি বিনিয়োগ টানা সম্ভব হয়নি।

সর্বশেষ হিসাব অনুসারে, ২০১৯ সালে বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) মোট পরিমাণ ছিল প্রায় ৪০০ কোটি ডলার। এ থেকে ফেরত যাওয়া বা প্রত্যাহার হওয়া বিনিয়োগ বাদ দিয়ে নিট বা প্রকৃত বিনিয়োগ দাঁড়ায় প্রায় ২৮৮ কোটি ডলার। আর ২০১৮ সালে এই নিট বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ৩৬১ কোটি ডলার। মানে, এক বছরের ব্যবধানে বিদেশি বিনিয়োগ কমে গেছে ২০ শতাংশ।

যদিও করোনাভাইরাস তখনো হানা দেয়নি, বাংলাদেশের অর্থনীতির গতিও ধীর হয়নি।বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কেন কমে গেছে বা কেন যথেষ্ট বাড়ছে না, তা নিয়ে অনেক ব্যাখ্যা-বিশ্লেষণ ও কথাবার্তা হয়েছে, এখনো হচ্ছে। তবে বিদেশি বিনিয়োগ পাওয়ার পাশাপাশি বাংলাদেশ থেকেও বিদেশে বিনিয়োগের বিষয়টি এখন সামনে উঠে আসছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও