এসির চাই যত্ন

প্রথম আলো প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০, ১০:৪০

এই বৃষ্টি তো এই গরম। এমনটাই চলছে এখন। তবে গুমোট গরমে এই সময়ে বেশ হাঁসফাঁস লাগে। গরমের কারণে অনেকেই শীতাতপনিয়ন্ত্রণ করার যন্ত্র (এসি) কেনেন। শুধু এসি কিনলেই তো হবে না। এসি কেনার আগে কী কী দেখে কিনবেন এবং ব্যবহারের সময় কীভাবে যত্ন নেবেন, সেটি জানতে হবে ভালোভাবে। তাহলেই এসি ব্যবহার করে গরমের দিনেও থাকতে পারবেন স্বস্তিতে।

এসির যত্ন

তুমুল বৃষ্টির দিনে বা শীতকালে অনেক সময় এসি বন্ধ থাকে। তাই নতুনভাবে এসি চালানোর আগে বাড়তি যত্ন নেওয়া উচিত। এসির যত্ন নিয়ে ইলেক্ট্রো মার্ট লিমিটেডর পরিচালক মো. নুরুল আফসার বলেন, এসির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এখন কারণে-অকারণে দুর্ঘটনার খবরও মিলছে। এর মূল কারণ মানহীন সহজলভ্য এসির ব্যবহার। এ ছাড়া যথাযথ সচেতনতা না থাকা ও রক্ষণাবেক্ষণের অভাবে দুর্ঘটনা ঘটতে পারে। কম দামে নানা রকম মানহীন এসি কেনার ফলে দুর্ঘটনা ঘটছে বলে মনে করেন বিশেষজ্ঞরাও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও