গ্রিসের ১৫০০ শরণার্থীকে আশ্রয় দেওয়ার ঘোষণা দিল জার্মানি

ইত্তেফাক জার্মানি প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৯:১১

গ্রিসের ১৫০০ শরণার্থীকে জার্মানিতে ঠাঁই দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। তিনি বলেছেন, ওই দেড় হাজার শরণার্থীর সঙ্গে সঙ্গে সঙ্গীহীন আরও প্রায় দেড়শ শিশুকে জার্মানিতে আশ্রয় দেওয়া হবে।
মঙ্গলবার দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ফরাসী বার্তা সংস্থা এএফপি। বুধবার সোশ্যাল ডেমোক্র্যাটস পার্টির সঙ্গে এ ব্যাপারে একটি চুক্তি সাক্ষরের কথা রয়েছে বলেও খবরে জানানো হয়।

চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হোর্স্ট সিহোফারের সিদ্ধান্ত অনুযায়ী, যারা ইতোমধ্যে শরণার্থীর স্বীকৃতি পেয়েছেন তাদের গ্রহণ করবে বার্লিন। যে পরিবারে শিশু আছে তারা অগ্রাধিকার পাবেন বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও