লাল শাক খেলে টাক পড়া বন্ধ হয়!
ঢাকা টাইমস
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১০:২৫
আমাদের দেশে লাল শাক একটি জনপ্রিয় ও সুস্বাদু শাক। লাল শাকের নাম আনারান্থস ওলেরেসাস। হিমোগ্লোবিনে পূর্ণ লাল শাক। আমাদের দেশে অতি পরিচিত শাকগুলোর মধ্যে লালশাকের তুলনা মেলা ভার। এই লাল শাক আমাদের শরীরে রক্ত তৈরি করে সবচেয়ে বেশি। এই জন্য চিকিৎসকরা সব সময় লাল শাক খেতে বলেন। লাল শাকের মধ্যে কিছু প্রয়োজনীয় উপাদান থাকে যা শরীরের পক্ষে উপকারি। ৩০ বছর বয়সের পর আমাদের শরীরে নানান সমস্যা দেখা যায়। সেই সব দূরে রাখতে লাল শাক খুবই উপযোগী। যদি প্রতিদিন লাল শাক খাওয়া যায় তাহলে খুবই উপকারি। নিয়মিত লাল শাক খেলে কী কী উপকার পাওয়া যায় তা দেখে নেওয়া যাক...
লাল শাকে ভিটামিন সি থাকায় চোখের রেটিনার ক্ষমতা বৃদ্ধি করে, যা দৃষ্টি শক্তির উন্নতিতে সাহায্য করে। যারা গ্লুকোমার সমস্যায় ভুগছেন, তারা প্রতিদিন এই শাক খান।
- ট্যাগ:
- লাইফ
- টাক সমস্যা
- লাল শাক