কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পানির কাজ সিন্ডিকেটের হাতে!

বার্তা২৪ জাতীয় সংসদ ভবন প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪৭

পানি সম্পদ মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। এমনকি যারা কাজ পাচ্ছেন, তারা কাজ শেষ না করেই সরে যাচ্ছেন এমন অভিযোগও উঠেছে। কাজের মান ও গতি নিয়ে অসন্তোষ প্রকাশের পাশাপাশি এর কিছু কারণও তুলে ধরেছেন প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যরা। মাত্র কয়েকজন ঠিকাদারের সিন্ডিকেটে পানি সম্পদ মন্ত্রণালয়ের সব কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। একই ঠিকাদার ঘুরে ফিরে কাজ পাচ্ছে। এতে ওই ঠিকাদার সঠিক সময়ে কাজ শেষ করতে না পারায় প্রকল্প ব্যয় বাড়ার পাশাপাশি কাজের মান নষ্ট হচ্ছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক থেকে এসব তথ্য পাওয়া গেছে। এর আগে গত ১১ মার্চ অনুষ্ঠিত বৈঠকে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ও কয়েকজন কমিটি সদস্য বিষয়টি নিয়ে আলোচনা করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও