কোটালীপাড়ায় অবাধে চলছে শামুক নিধন
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অবাধে চলছে শামুক নিধন। যার ফলে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র। অপরদিকে এভাবে শামুক নিধনের ফলে কৃষির জমির উর্বরতা কমছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এদিকে মৎস্য আইনে শামুক নিধনের সুনিদিষ্ট কোন আইন না থাকার কারণে ব্যবস্থা নিচ্ছে না মৎস্য বিভাগ। প্রাণিবিভাগ ও রয়েছে নিশ্চুপ। আর এ সুযোগে প্রতিদিন কোটালীপাড়ার বিভিন্ন বিল থেকে সংগৃহিত শত শত বস্তা শামুক যাচ্ছে বাগেরহাটসহ দেশের বিভিন্ন অঞ্চলে।
প্রতি বছর আষাঢ় মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত উপজেলার লখন্ডা, পিড়ারবাড়ি, নৈয়ারবাড়ি, রামনগর, কলাবাড়ি, কুমুরিয়া, সাতুরিয়াসহ বিভিন্ন বিল থেকে শামুক সংগ্রহ করে উপজেলা সদরে প্রশাসনের চোখের সামনে দিয়ে চলে যায় বাগেরহাট জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। কৃষির জমির উর্বরতা ও জীববৈচিত্র রক্ষার জন্য এভাবে শামুক নিধন বন্ধের দাবি জানিয়েছে এলাকাবাসী।