দুর্গাপুরে সোমেশ্বরী ব্রিজে ভাঙন, চরম আতঙ্ক জনমনে
নেত্রকোনার বিরিশিরি-দুর্গাপুর সোমেশ্বরী নদী পারাপারের একমাত্র ব্রিজটির মধ্যভাগের ওপরের অংশে ভাঙন দেখা দিয়েছে। পুরো সেতুটি যেকোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। গত বুধবার পৌরশহরের বিরিশিরি ব্রিজের ওপরে অংশের একটি পাটাতন হঠাৎ ভেঙে পড়ে। আজ সোমবার বিকেলে সরেজমিনে ঘুরে ব্রিজের এ দৃশ্য চোখে পড়ে। স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণভাবে রয়েছে এ ব্রিজটি। ১৯৯৭ সালে সোমেশ্বরী নদীর ওপর শুধুমাত্র এ ব্রিজটি স্থাপনের মূলকাজ শুরু হয় যা ২০০১ সালের পরে গিয়ে শেষ হয়।
সেটি এখারকার স্থানীয়দের পারাপারে ব্যবহৃত হতো। এখন এ ব্রিজটির ওপর দিয়ে দৈনিক ৪-৫ শটি ভারী ট্রাক, মিনি ড্রাম ট্রাক ও লরি চলাচল করে। ব্রিজের ধারণ ক্ষমতার অতিরিক্ত পণ্য বোঝাই করে যানবাহন চলাচলে দিনদিন ঝুঁকিপূর্ণ হয়েছে পড়েছে। এতে করে কয়েক লাখ মানুষের যাতায়াত হুমকির মুখে পড়েছে। ব্রিজটির একটা অংশে ভাঙনের পরে স্থানীয়রা বাঁশে লাল নিশান টানিয়ে দিয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আতঙ্কিত মানুষ
- সেতু ভেঙ্গে