নারায়ণগঞ্জের পশ্চিম তল্লার বাসিন্দারা কখনো ভাবেননি, লাশের খাটিয়ার সংকট হবে তাঁদের। কিন্তু বাস্তবে সেই অবস্থাই ঘটল। গতকাল শনিবার ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে যখন একে একে মুসল্লিদের মৃত্যুর খবর আসছিল, তখন খাটিয়ার খোঁজে আশপাশের মসজিদে ছোটাছুটি করছিলেন লোকজন।
শুক্রবার রাতে এই পশ্চিম তল্লার বায়তুল সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটে। এশার নামাজ আদায় করতে যেসব মুসল্লি মসজিদে এসেছিলেন, কয়েক মুহূর্তের ব্যবধানে দগ্ধ অবস্থায় টেনেহিঁচড়ে বের করে আনতে হয়েছিল তাঁদের। যন্ত্রণায় কাতর মুসল্লিদের অনেকেই কষ্ট লাঘবের জন্য গড়াগড়ি খেয়েছিলেন মসজিদের সামনের রাস্তায় জমে থাকা সুয়ারেজের পানিতে। তাঁদের কারও কারও গায়ের চামড়াও খসে পড়ছিল। মসজিদের আঙিনায় গতকাল সেই চিহ্ন দেখা গেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.