![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Flifestyle%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Foil-1-20200906084228.jpg)
নারিকেল তেলেই দূর হবে চোখের নিচের কালি
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪২
চোখের নিচের কালি থেকে মুক্তি পেতে কতজন কত কী বিউটি প্রোডাক্ট ব্যবহার করে থাকেন! তবে সেসবে ফল মেলে না বললেই চলে। এক্ষেত্রে সাহায্য নিতে পারেন নারিকেল তেলের। নারিকেল তেল ত্বকের গভীরে প্রবেশ করে এবং ত্বককে সতেজ রাখে। অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যের কারণে নারিকেল তেল ত্বকের যেকোনো সমস্যা দূর করে। চোখের নিচের কালি দূর করতে নারিকেল তেল ব্যবহারের উপায় প্রকাশ করেছে বোল্ডস্কাই।
- ট্যাগ:
- লাইফ
- নারিকেল তেল
- চোখের নিচে কালি