গায়ে অ্যালকোহলের ‘দাগ’ লাগতে দিতে চান না বাবর

প্রথম আলো যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৭

পাকিস্তানের বহু আলোচিত ইংল্যান্ড সফর শেষ হয়ে গেছে গত সপ্তাহে। তবে সবাই যে তড়িঘড়ি করে দেশে ফিরছেন এমনটা নয়। মোহাম্মদ আব্বাস তো বহুদিন ধরেই কাউন্টিতে ত্রাস ছড়াচ্ছেন, এবার তাঁর অধিনায়ক বাবর আজমও ইংল্যান্ডে নিজের দক্ষতা পরখ করে দেখতে চাইছেন। পাকিস্তানের টেস্ট অধিনায়ক যোগ দিয়েছেন সমারসেটে। এমন আনন্দের উপলক্ষের শুরুটা বিতর্ক দিয়ে শুরু হলো। গতকালই প্রথম সমারসেটের হয়ে খেলতে নেমেছিলেন বাবর। টি-টোয়েন্টি ব্লাস্টে তাঁর শুরুটা মন্দ হয়নি। ৩৫ বলে ৪২ রান করেছেন, দারুণ একটা ক্যাচ ধরেছেন। দলও পেয়েছে ১৬ রানের জয়। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের ক্রিকেট সমর্থক এসব নিয়ে ভাবতে বয়েই গেছে। তাঁরা সবাই ব্যস্ত বাবর আজমের জার্সি নিয়ে। আরও পরিষ্কার করে বললে তাঁর জার্সির পেছনটা নিয়ে। সমারসেটের জার্সির স্পনসর বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এর মাঝে পেছনের দিকটার অধিকার পেয়েছে ট্রিবিউট। প্রতিষ্ঠানটি অ্যালকোহল ভিত্তিক পানীয় সরবরাহ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও