![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fkishorgonj01-20200902161911.jpg)
পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা যুবক ধরা
পরিচয় গোপন করে কিশোরগঞ্জে পাসপোর্ট করতে গিয়ে সাদেক হোসেন নামে এক রোহিঙ্গা যুবক ধরা পড়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাকে আটক করা হয়। কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ
আনিসুর রহমান জানান, সাদেক হোসাইন নামে এক যুবক বেলা ১১টার দিকে বাবা-মায়ের ভুয়া পরিচয়পত্র তৈরি করে নিজের নামে পাসপোর্ট করতে আসেন।