স্বাদ-গন্ধের অনুভূতি না থাকলেই কি কোভিড?
ইত্তেফাক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২০, ০৬:২৩
বিশ্বব্যাপী করোনা মহামারি শুরুর পর থেকে মানুষের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে স্বাদ ও ঘ্রাণশক্তি। কারণ কোভিড-১৯-এর অন্যতম উপসর্গ হিসেবে অনেকেই স্বাদ ও ঘ্রাণশক্তি হারিয়ে ফেলার কথা বলছে। স্বাদ ও ঘ্রাণশক্তি হারিয়ে ফেলা ব্যক্তিদের লালারস পরীক্ষায় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রমাণ মিলেছে। তবে কেউ স্বাদ ও ঘ্রাণশক্তি হারিয়ে ফেললেই যে কোভিড-১৯, এটা নিশ্চিত করে বলা যাবে না।