![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2020/09/01/153150Untitled-1.jpg)
পেছাল ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
ইসলামী ফ্রন্ট নেতা ও ইসলামী অনুষ্ঠানের টিভি উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ৭ অক্টোবর ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম ঢাকা রাজেশ চৌধুরী প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ধার্য করেন। আজ এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিরিয়াস ক্রাইম স্কোয়াডের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার রাজীব ফরহান প্রতিবেদন দাখিল করতে পারেননি। পরে আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।