কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনাকালে শিক্ষা নিয়ে আমরা কতটুকু ভাবছি

প্রথম আলো সৈয়দ আবুল মকসুদ প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৩

বিশেষ পরিস্থিতিতে জাতীয় জীবনের কোন কোন বিষয় অগ্রাধিকার পাবে, সে ব্যাপারে আমাদের বিবেচনা অত্যন্ত সীমিত। তার ফলে জাতির ক্ষতি এত বেশি ও সুদূরপ্রসারী হয়, যা আর কখনোই পুষিয়ে নেওয়া সম্ভব নয়। কোভিড-১৯-এর মহামারির সম্ভাব্য ব্যাপকতা ঠেকাতে সরকার গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে।

সাড়ে পাঁচ মাস টানা বন্ধ থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তেলাপোকা ও অন্যান্য পোকামাকড় নির্বিঘ্নে বংশবিস্তার করেছে। শ্রেণিকক্ষের বেঞ্চ ও চেয়ার-টেবিল ভরে গেছে চামচিকার বিষ্ঠায়। তবে একসময় যখন বিদ্যালয় খুলবে, তখন ওসব নোংরা সাফ করা যাবে; কিন্তু দীর্ঘ সময় ছাত্রছাত্রীরা শ্রেণিকক্ষের বাইরে সহপাঠীদের থেকে বিচ্ছিন্ন থাকায় তাদের যে ক্ষতি হলো, তা কোনো দিনই পূরণ করা সম্ভব হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও