![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F08%2F31%2Fnetrokona.jpg%3Fitok%3DWK6T6ieD)
নেত্রকোনায় বিস্ফোরণে হাত-পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় অটোরিকশা মেরামত ও ভাঙারির দোকানে বিকট বিস্ফোরণে সবুজ মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার শিবগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে কীভাবে ও কী কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা বলতে পারেনি পুলিশ। ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের কারণ অনুসন্ধান করবে বলে জানা গেছে। নিহত সবুজ মিয়া দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়নের চলিতাপাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে। তিনি অটোরিকশার মেকানিক হিসেবে কাজ করতেন। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর এ আলম জানান, গতকাল দিবাগত রাত ১২টার দিকে শিবগঞ্জ বাজার
- ট্যাগ:
- বাংলাদেশ
- বিস্ফোরণ
- পা বিচ্ছিন্ন