গুমের শিকারদের পরিবারের কান্না সরকার কি শোনে?
আলজেরিয়ার আইনজীবী রাচিদ মেসলিকে গুম করে দিয়েছিল রাষ্ট্রীয় বাহিনী। ১৯৯২ সালে আলজেরিয়ার সামরিক শাসন জারির পর গুম হওয়া ব্যক্তির পক্ষে মামলা লড়তেন মেসলি। প্রতিদিনই মেসলির দপ্তর নিখোঁজ ব্যক্তিদের স্বজনে ভরে উঠত।
হাজারো সন্তানহারা মায়ের মিলনক্ষেত্র ছিল মেসলির অফিস। ১৯৯৬ সালের এক দুপুরে আলজেরিয়ার নিরাপত্তা বাহিনী সাদাপোশাকে মেসলিকেই ধরে নিয়ে যায়। এটা করে সবাইকে পরিষ্কার বার্তা দিয়েছিল আলজেরিয়ার সামরিক শাসক। গুম হওয়া ব্যক্তির পক্ষে কোনো কথা বলা যাবে না। এমনকি আইনি লড়াইও না।