![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2020/08/29/220156thumbnail_Benapole_Rita_Ahato-.jpg)
গর্ভবতী নারীর পেটে প্রতিবেশীর লাথি!
শোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে প্রতিবেশীর মারপিটে রিতা (২০) নামে এক গর্ভবতী নারী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় তার ভাসুর (স্বামীর বড় ভাই) হাসানও আহত হয়েছেন। তারা উপজেলার নাভারন হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।
গর্ভবতী রিতার পেটে লাথি মারায় তার শরীর দিয়ে প্রচুর রক্তপাত হয়েছে বলে অভিযোগ করেছে তার মামা রুবেল হোসেন। হাসানের মাথায় দা দিয়ে আঘাত করা হয়েছে।