
করোনাকালে ভয়াবহ সংকটের মুখে দেশের শিক্ষা
কিছুদিন আগে, করোনাকালে পদ্মার ভাঙনে একটি বড় বহুতল স্কুল ভবন পুরোটাই পানিতে তলিয়ে যেতে দেখে বুকের ভেতর হু হু করে উঠেছিল। এটি যেন করোনাকালে বাংলাদেশের শিক্ষার ভয়াবহ বিপর্যয়ের একটি প্রতীকী আগাম বার্তা। পূর্ব প্রাইমারি হতে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাংলাদেশের মোট শিক্ষার্থীর সংখ্যা আনুমানিক পৌনে ছয় কোটি, বিশ্বের একশটি দেশের জনসংখ্যার চেয়েও বেশি। এর মধ্যে বাইশ হাজার কওমি মাদ্রাসার পঁচিশ লাখের বেশি শিক্ষার্থী বাদ।