ফুসফুসের নতুন রোগ, জানুন এর লক্ষণ ও যাদের ঝুঁকি বেশি
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২০, ১৪:০২
বর্তমানে সবার মনেই আতঙ্কের বড় একটি জায়গা দখল করে আছে করোনাভাইরাস। যা এখন পর্যন্ত কেড়ে নিয়েছে লাখো মানুষের প্রাণ। দিন দিন এই ভাইরাসে আক্রান্তের সংখ্যাও বেড়ে চলেছে। নিশ্চয়ই জানেন, এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির ফুসফুস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
করোনাভাইরাস শ্বাসনালি দিয়ে ফুসফুসে প্রবেশ করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ফেলে। ফলে দেখা দেয় শ্বাসকষ্ট। আর আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ার পরও ফুসফুসের রোগ দেখা দিতে পারে। ফুসফুসের এই নতুন রোগের কথা বলছেন চিকিৎসকরা।