![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2020/08/online/facebook-thumbnails/pic-2-samakal-5f4a0588729e2.jpg)
চুলের যত্নে কফির ব্যবহার
সমকাল
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২০, ১৩:৩৬
অনেকেরই দিন শুরু হয় এক কাপ কফি দিয়ে। এটি আমাদের দৈনন্দিন জীবনেরই একটা অংশ। তবে, কফি শুধুমাত্র শারীরিকভাবেই সতেজতা বাড়ায় না, চুল ও মাথার ত্বকের জন্যও এটি অত্যন্ত উপকারী। কফিতে থাকা ক্যাফেইন চুলের যত্নে অনন্য। কফির হেয়ার প্যাক নিয়মিত ব্যবহার করলে চুলের বৃদ্ধি হয়। এছাড়া এটি চুল পড়া কমাতেও সাহায্য করে।
- ট্যাগ:
- লাইফ
- চুলের যত্ন
- চুলের পরিচর্যা
- কফির ব্যবহার