
ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) গবেষণায় দেখা যায়, করোনাভাইরাসের কারণে ২৪ শতাংশ নারী উদ্যোক্তা তাঁদের ব্যবসা বন্ধ করে দিয়েছেন বা দিতে বাধ্য হয়েছেন। যাঁরা ব্যবসা চালু রেখেছেন, তাঁরাও নিজেদের সঞ্চয় ভেঙে চলছেন। যেসব নারী উদ্যোক্তা প্রসাধন ও ফ্যাশন ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁরা বেশি সমস্যায় পড়েছেন। দুই ঈদ ও বাংলা নববর্ষে সাধারণত প্রসাধন ও ফ্যাশন–সামগ্রীর ব্যবসা জমজমাট থাকে। কিন্তু এ বছর ব্যবসায় মন্দার কারণে কোনো কোনো উদ্যোক্তা কর্মীদের ছাঁটাই করেছেন। সংকট দীর্ঘস্থায়ী হলে অন্য উদ্যোক্তারাও ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হবেন।