পরীক্ষা রুখতে ফের তোপ মমতার, স্কুলে কোনও পরীক্ষা হবে না, নির্দেশ পার্থকে
সুরটা বাঁধা হয়ে গিয়েছিল বেলা ১টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণেই। ‘ছাত্রছাত্রীদের জীবন নিয়ে কেন্দ্র ছিনিমিনি খেলছে’ এবং তার বিরুদ্ধে কিছু ক্ষণের মধ্যেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিতে চলেছেন— গাঁধীমূর্তির পাদদেশে দাঁড়িয়ে আভাস দিয়েছিলেন যুবনেতা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত সে আভাসকেও ছাপিয়ে গেলেন শুক্রবার। কালীঘাটের বাসভবন সংলগ্ন হল থেকে ভাষণ দিলেন তিনি। দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দেওয়া সেই ভাষণের একেবারে শুরু থেকেই ছাত্রছাত্রীদের চরম বিপদের মুখে ঠেলে দেওয়ার অভিযোগ তুলে তীব্র আক্রমণ করলেন কেন্দ্র তথা বিজেপি-কে।
ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং-এর প্রবেশিকা নিট (এনইইটি) এবং জি (জেইই) সেপ্টেম্বরেই করতে চাইছে কেন্দ্রীয় সরকার। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এবং বেশ কয়েকটি অ-বিজেপি দল শাসিত রাজ্যের সরকার কেন্দ্রের সে সিদ্ধান্তের বিরোধিতা করছে। কয়েক দিন আগে বেশ কয়েক জন মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন দলের নেতৃত্ব এই বিষয়টি নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ছিলেন মধ্যমণি। সেই বৈঠকে ঠিক হয় যে, কেন্দ্রের এই সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ জানানো হবে। সেই অনুযায়ী বৈঠকের পর দিন সুপ্রিম কোর্টে মামলাও হয়। তবে আদালত আবেদনে সাড়া দেয়নি। মামলা খারিজ হয়েছে। আদালতের সেই সিদ্ধান্তের পুনর্বিবেচনার আর্জিও আবার এ দিন দাখিল হয়ে গিয়েছে। সেই আইনি টানাপড়েনের মাঝেই এ বার রাজনীতির সুরও তুঙ্গে উঠতে শুরু করল।