সিএমপির ৩০ করোনাজয়ী প্লাজমা দিতে ঢাকায়
চট্টগ্রাম মহানগর পুলিশের ৩০ জন করোনাজয়ী পুলিশ সদস্য প্লাজমা দিতে ঢাকায় পৌঁছিয়েছেন। তাঁরা সবাই করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন এবং নিজদের প্লাজমা অন্য করোনারোগীদের দিয়ে সহযোগিতা করার ইচ্ছাপোষণ করেন। এরপরই চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমানের উদ্যোগে এই ৩০ সদস্যকে বাসযোগে ঢাকায় পাঠানো হয়।
বুধবার সকালে দামপাড়া পুলিশ লাইন্স থেকে বাসযোগে এই সদস্যরা যাত্রা শুরু করার আগেই মহানগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমানের পক্ষ থেকে তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এই বিষয়ে মহানগর পুলিশের জনসংযোগ শাখার অতিরিক্ত উপকমিশনার মির্জা সায়েম মাহমুদ জানান, রাষ্ট্রীয় দায়িত্বপালন করতে গিয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের অনেক সদস্য করোনা আক্রান্ত হয়েছিলেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে