![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F08%2F26%2Flieakot.jpg%3Fitok%3D0bKVG_lo)
ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা নেন লিয়াকত, ফাঁসান ১৩ মামলায়
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত হওয়া পরিদর্শক ও অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলার প্রধান আসামি লিয়াকত আলীর বিরুদ্ধে চাঁদাবাজি ও অপহরণের মামলা করেছেন চট্টগ্রামের একজন ব্যবসায়ী। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে ব্যবসায়ী জসিম উদ্দিন মামলাটি করেন। শুনানি শেষে আদালত মামলাটি আমলে নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি-উত্তর) উপকমিশনারকে (ডিসি) তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় লিয়াকত আলীসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হয়েছে। আসামিদের মধ্যে তিনজন পুলিশ কর্মকর্তা এবং চারজন ব্যবসায়ী।