![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F06%2F16%2Fhc.jpg%3Fitok%3Dqj4dUp5n)
ফাঁসির আদেশের ২০ বছর পর খালাস পেলেন জাহিদ শেখ
স্ত্রী ও নিজ মেয়েকে হত্যার দায়ে ২০ বছর আগে ফাঁসির দণ্ডাদেশ পেয়েছিলেন খুলনার নারিকেলি চানপুরের বাসিন্দা জাহিদ শেখ। এত দিন ধরে ফাঁসির আসামিদের জন্য বরাদ্দ করা কনডেম সেলে ছিলেন তিনি। সেই জাহিদ শেখকে খালাসের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। এ মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আদালতে আসামির পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সারওয়ার আহমেদ। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ বলেন, যাদের সাক্ষীর মাধ্যমে প্রমাণ করা হয়েছে যে ওই