![](https://media.priyo.com/img/500x/https://www.channelionline.com/wp-content/uploads/2020/05/nexus2cee_twitter-728x409-640x360-1.png)
টুইটার থেকে বিদায় নিলেন বলিউডের যেসকল তারকা
চ্যানেল আই
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২০, ২২:০৩
বর্তমানে বলিউডে বহুল চর্চিত শব্দ নেপোটিজম বা স্বজনপোষণ। বেশ অনেকদিন যাবত এ বিষয়টি নিয়ে বিতর্কের তুঙ্গে বি-টাউন। যার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে সবচেয়ে বেশি রোষের মুখে পড়ছে বলিউডের স্টারকিডরা। তবে বলিউডে শুধুমাত্র স্টারকিডরাই যে রাজ করছে এমন না, তারা ছাড়াও আরো অনেক তারকা রয়েছে যারা স্বজনপ্রীতির কারণেই বলিউডে টিকে রয়েছে। আর তাদের প্রতিই ক্ষোভ যেন সাধারণ দর্শকদের। এবার যেন সেই ক্ষোভেরই শিকার হয়েই টুইটার থেকে বিদায় নিলেন বলিউডের একাধিক তারকা।এক নজরে দেখা নেয়া যাক সেই তালিকা।