![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F08%2F22%2Fnarsingdi.jpg%3Fitok%3D5a-uszpz)
নরসিংদীতে আবাসিক হোটেলে স্ত্রী খুন, স্বামী গ্রেপ্তার
নরসিংদী পৌর শহরের একটি আবাসিক হোটেলে এক গৃহবধূ খুন হয়েছেন। আজ শনিবার দুপুর ১টার দিকে সদর রোডের আল মামুন হোটেলে এই ঘটনা ঘটে। পারিবারিক কলহ ও পরকীয়ার জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহত রেশমা আক্তারের (২৫) স্বামী সামসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আজ দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রহমান বাড়ির সামসুল হক তাঁর স্ত্রী রেশমাকে নিয়ে সদর রোড এলাকার আল মামুন হোটেলে ওঠেন। দুপুর ১টার দিকে রুমের ভেতর থেকে চিৎকার ও ধস্তাধস্তির শব্দ পাওয়া যায়। পরে হোটেলের লোকজন এগিয়ে গেলেও দরজা খুলেনি। অবস্থা বেগতিক দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এ
- ট্যাগ:
- বাংলাদেশ
- স্বামী আটক
- আবাসিক হোটেল
- স্ত্রী খুন