
করোনাভাইরাস প্রতিরোধে অন্যান্য স্বাস্থ্যবিধি ঠিক রেখে বাস-মিনিবাসে সিট অনুযায়ী আগের ভাড়ায় যাত্রী পরিহনের প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক ও শ্রমিকরা। প্রস্তাবটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নূর মোহাম্মাদ মজুমদার। গতকাল বুধবার রাজধানীর তেজগাঁও বিআরটিএর প্রধান কার্যালয়ে সড়ক পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।