
করোনার তাণ্ডব শেষ হয়নি এখনো। এরই মধ্যে নতুন করে স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে ফেলে দেওয়া মাস্ক-গ্লাভস-পিপিই ইত্যাদি সামগ্রী। রাজধানী, এর আশপাশের উপনগরীসহ সারা দেশেই যত্রতত্র এসব জমছে। ব্যবহারের পর ফেলে দেওয়া করোনার সুরক্ষাসামগ্রী নিয়ে কী করা হবে, কী করা উচিত, তা নিয়ে না স্বাস্থ্য বিভাগ, না নগর প্রশাসন কারোরই তেমন কোনো মাথাব্যথা ছিল বা আছে বলে মনে হয় না। কিন্তু সমস্যা তো বসে থাকে না।