এটা খুবই উদ্বেগজনক ব্যাপার যে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। চলছে করোনা মহামারিকাল। এরমধ্যে ডেঙ্গর হানা যেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা। যে কোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধে নিতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা। বিগত কয়েক মাসের তুলনায় চলতি মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। গত ১৫ দিনে আক্রান্ত হয়ে ভর্তিকৃত রোগীর সংখ্যা মোট ৪০ জন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ আগস্ট পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৯ জনে।
এর মধ্যে জানুয়ারিতে ১৯৯ জন, ফেব্রুয়ারিতে ৪৫ জন, মার্চে ২৭ জন, এপ্রিলে ২৫ জন, মে মাসে ১০ জন, জুনে ২০ জন, জুলাইয়ে ২৩ জন এবং চলতি মাসে আজ রোববার পর্যন্ত ৪০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তবে তাদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬৮ জন। প্রাণঘাতি করোনা সংক্রমণের মধ্যে মশার উৎপাত বাড়তি দুর্ভোগ সৃষ্টি করছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.