দক্ষিণ ঢাকাকে তারমুক্ত করতে অভিযান ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

ইত্তেফাক নগর ভবন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রকাশিত: ২০ আগস্ট ২০২০, ০১:০১

ঢাকার তারের ঝঞ্ঝাটমুক্ত করতে সম্প্রতি পদক্ষেপ গ্রহণ করেছে দুই সিটি কর্পোরেশন। এ অভিযানে শুধুমাত্র দক্ষিণ সিটি কর্পোরেশনেই সংযোগ বিছিন্ন হয়েছে দেড় লাখেরও বেশি।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত গত কয়েকদিন ধরে বেশ কিছু এলাকায় অভিযান চালিয়ে ইন্টারনেট ও টেলিভিশনের স্যাটেলাইট সংযোগের তার অপসারণ করছে। করোনাভাইরাসের এই সময়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছন তারা, যারা অনলাইনে কাজ করছেন। যে প্রতিষ্ঠান অনলাইনে লেনদেন করে তারাও কম বিপাকে পড়েনি। বিশেষ করে ব্যাংক লেনদেনে বেশ সমস্যা দেখা দিয়েছে।

চরম দূর্ভোগে থাকা ও বিচ্ছিন্ন হওয়া দেড় লাখ সংযোগের প্রায় এক লাখ ২০ হাজার সংযোগ নতুন করে দেওয়া হয়েছে বলে জানিয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)র সাধারণ সম্পাদক ইমদাদুল হক।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক দৈনিক ইত্তেফককে বলেন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা সিটি কর্পোরেশনের কোনো প্রকার অনুমতি ছাড়াই ব্যবসা পরিচালনা করে আসছে। সিটি কর্পোরেশন নির্বাচনের ইশতেহার, পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, ইন্টারনেট ব্যবসায়ীদের অবশ্যই সিটি কর্পোরেশনের অধীনে নিবন্ধিত হতে হবে। নিবন্ধন ফি হিসেবে ২৫ লাখ টাকা সিটি কর্পোরেশনকে দিতে হবে বলেও জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও