দুই এমপির পদে থাকা নিয়ে হাইকোর্টের রুল
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল ও বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের পদে থাকার বৈধতা প্রশ্নে রুল জারি করেছে হাইকোর্ট। কাজী শহীদ ইসলাম পাপুলকে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পদ থেকে বহিস্কার করে তার নির্বাচনী আসন কেন শূন্য ঘোষণা করা হবে না এবং বিএনপির হারুনুর রশীদের সংসদ সদস্য পদে থাকা অবৈধ ঘোষনা করে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনকে কেন শূন্য ঘোষণা করা হবে না, তা রুলে জানতে চাওয়া হয়েছে।
দুই সংসদ সদস্যের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে করা পৃথক দুটি রিটের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চে এই রুল জারি করেন।
সংসদ সদস্য পাপুলকে নিয়ে করা রিটে পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ আওসাফুর রহমান। আর সংসদ সদস্য হারুন অর রশিদকে নিয়ে করা রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী দেওয়ান এম এ ওবাঈদ হোসেন।