ঘটনার সঙ্গে নারী থাকলেই ‘যথেচ্ছাচার’
প্রথম আলো
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০, ১০:৩০
কোনো নারী খুন, ধর্ষণের শিকার হলে কিংবা নিজে কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে গেলে আলোচনা আর মূল ঘটনার দিকে নিবদ্ধ থাকে না। ডালপালা মেলতে শুরু করে অন্যদিকে। ওই নারীর চরিত্র কেমন, তাঁর ব্যক্তিজীবন কেমন ছিল, তা–ই নিয়ে নানা গল্প শুরু হয়। কোনো কোনো সময় এই গল্পের সঙ্গী হয়ে পড়ে গণমাধ্যম। প্রমাণ পাওয়া যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নথিপত্রেও। আর ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যম তো আছেই। সেখানে সত্য-মিথ্যা মিলিয়ে ওই নারীকে নিয়ে চলতে থাকে যথেচ্ছাচার, যার সঙ্গে হয়তো ঘটনার দূরতম সম্পর্কও নেই।