![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/08/16/d81a290adb24eeb6b026d808660267db-5f392f41c687b.jpg?jadewits_media_id=1554486)
মাস্ক না পরায় ও অতিরিক্ত যাত্রী বহন কারায় ১৬ জনকে জরিমানা
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মুখে মাস্ক না পরা ও গণপরিবহনে অতিরিক্ত যাত্রী বহন করার অপরাধে ১৬ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া সরকারি কলেজ ফটক এলাকায় এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত–সংশ্লিষ্ট সূত্র জানায়, জরিমানা করা ১৬ জনের মধ্যে গাড়ির চালক, যাত্রী ও পথচারী রয়েছেন। জনপ্রতি ১৫০ থেকে ২০০ টাকা করে ১৬ জনকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জরিমানা
- মাস্ক
- অতিরিক্ত যাত্রী