![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2018/03/24/dd0a345c85062211576e33ea3c5458cd-5ab64f81cd398.jpg?jadewits_media_id=1206146)
সুনামগঞ্জে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে জাহেদ চৌধুরী (২৫) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ঢাকার তিতুমীর কলেজের বিবিএ চতুর্থ বর্ষের ওই শিক্ষার্থীর বাড়ি ফেনীর দিলরাজপুর গ্রামে।দিনাজপুরে বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে গণধষর্ণের শিকার হয়েছে এক স্কুলছাত্রী। এতে সহযোগিতা করে ওই বন্ধুর বান্ধবী পাতা সরকার।
এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল- দিনাজপুর শহরের বালুবাড়ী সুইপার কলোনির রংবাজ কুমারের ছেলে শান্ত কুমার (২০), সদর উপজেলার উমরপাইল বালুপাড়া গ্রামের আমজাদ আলীর ছেলে বুলবুল (১৮), কাউগাঁও এলাকার ওসমান গনির ছেলে মো. সাজু (১৮) এবং শহরের মিশনরোড এলাকার ওবায়দুর সরকারের মেয়ে পাতা সরকার (১৮)।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পর্যটক
- মৃত্যু
- টাঙ্গুয়ার হাওর