![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/08/11/73fe64e8290d62c8a1402704f583d791-5f32d2c6f1f48.jpg?jadewits_media_id=1553372)
এক মাস আগে এখানে ছিল আশরাফের ঘর
মাসখানেক আগের কথা। বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর দুর্গম হাটবাড়ি চর তখনো বন্যায় ভাসছিল। লোকালয়ের একটি শিমুলগাছের নিচে বসতঘর ছিল প্রান্তিক কৃষক আশরাফ আলীর। এক মাস পর আজ মঙ্গলবার তাঁর সেই বাড়ির খোঁজে হাটবাড়ি চরে গিয়ে দেখা গেল, সেখানে লোকালয়ের চিহ্ন নেই।