কম্পিউটার দোকানে একাদশে ভর্তিচ্ছুদের ভিড়, বাড়ছে করোনা ঝুঁকি
www.risingbd.com
প্রকাশিত: ১১ আগস্ট ২০২০, ২০:০০
করোনার কারণে এবার সরাসরি ভর্তি না করে একাদশে অনলাইন ভর্তি কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমবার অনেকের আবেদন যথাযথ না হওয়ায় তারা ভিড় জমাচ্ছেন কম্পিউটার দোকানগুলোয়। আর এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, একজন শিক্ষার্থী কমপক্ষে ৫টি কলেজ পছন্দ করতে পারবেন। আর আবেদন করতে পারনে ১০টি কলেজে। এরপর মেধা ও পছন্দ অনুযায়ী নির্দিষ্ট কলেজে ভর্তির জন্য তাকে মনোনীত করা হবে।