যেসব কিডনি রোগীর করোনায় মৃত্যুঝুঁকি বেশি
যুগান্তর
প্রকাশিত: ১০ আগস্ট ২০২০, ১১:৪৩
বাংলাদেশে দুই কোটিরও বেশি মানুষ কিডনি রোগে আক্রান্ত। কিডনির সমস্যা প্রথম দিকে বোঝা যায় না। তবে যখন সমস্যা প্রকোট হয়, তখন আপনার নানাবিধ শারীরিক সমস্যা দেখা দেয়। ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, অতিরিক্ত ওজন, ধূমপান, পানি কম পান করা, প্রস্রাবে ইনফেকশন, ভেজাল খাদ্যগ্রহণ, অলস জীবনযাপন, কিডনিতে প্রদাহ, জন্মগত সমস্যা, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনসহ বিভিন্ন কারণে এ রোগ হতে পারে।
অন্য সময়ের চেয়ে কিডনি রোগীদের মৃত্যুঝুঁকি এখন অনেক বেশি। কারণ কিডনি রোগী যদি করোনায় আক্রান্ত হোন, তবে তার নানাবিধ শারীরিক জটিলতা দেখা দেবে এবং তার মৃত্যুও হতে পারে। তবে এখন প্রশ্ন হলো– কিডনি রোগে আক্রান্ত সব রোগী কি বেশি ঝুঁকিতে? কিছু কিডনি রোগী রয়েছেন, যাদের করোনা হলে মৃত্যুঝুঁকি অনেক বেড়ে যায়।