আম্পানে লন্ডভন্ড জীবন, খুব কষ্টে আছে কয়রার মানুষ
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় জেলা খুলনায় উপজেলা রয়েছে নয়টি। এর সর্বদক্ষিণের উপজেলা সুন্দরবনঘেরা সমুদ্র উপকূলবর্তী কয়রা। এই উপজেলার মোট আয়তন সুন্দরবনসহ ১ হাজার ৭৭৫ দশমিক ৪১ বর্গকিলোমিটার এবং সুন্দরবন বাদে ২৬৩ দশমিক ১২ বর্গকিলোমিটার। উপজেলায় মোট ৭টি ইউনিয়ন ও ১৩৩টি গ্রাম রয়েছে। কৃষি, বন, চিংড়ি ও শ্রমনির্ভর অর্থনীতির এই উপজেলায় লোকসংখ্যা তিন লাখের ওপর।
করোনাকালে এই জনপদজুড়ে জীবন-জীবিকায় তেমন প্রভাব না পড়লেও মানুষের জীবন লন্ডভন্ড হয়েছে আম্পানে। প্রায় দুই মাস পেরিয়ে গেলেও ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে চাষি, শ্রমজীবী আর প্রান্তিক মানুষ সীমাহীন দুর্ভোগ-কষ্টে পড়েছে। প্রথম আলোর সঙ্গে আলাপকালে উঠে এসেছে তাঁদের কষ্টের চিত্র।