জেলার বড়লেখা, জুড়ী ও মৌলভীবাজার সদর থানার ওসি রদবদল করা হয়েছে। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হককে মৌলভীবাজার মডেল থানায় বদলি করা হয়েছে। শুক্রবার তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হকের স্থলাভিষিক্ত করা হয়েছে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর সরদারকে। নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর সরদার একই দিন তিনি বড়লেখা থানায় যোগদান করেন। আর জুড়ী থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন সঞ্জয় চক্রবর্তী। এর আগে তিনি কুলাউড়া থানার ওসি (তদন্ত) হিসেবে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। শুক্রবার তিনি জুড়ী থানায় যোগদান করেন। মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনকে জেলা পুলিশের লাইন ওআর-এ বদলি করা হয়েছে। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.