জন্ডিস ও লিভারের সমস্যা দূর করবে এই পাতার রস
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২০, ১৩:৫৪
ইউনানী গবেষকরা বলছেন, কাটা ক্ষত, রক্তপড়া বন্ধ, গ্যাস্ট্রিক ও বিষক্রীয়া দূর করতে জার্মানি লতা বহুকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। তবে আপনি কি জানেন? জার্মানির লতা কিডনি ও পাকস্থলীর পাথর দূর করতে পারে। এটি এক মহা ওষুধি লতা। চলুন তবে জেনে নেয়া যাক জার্মানি লতার উপকারিতা সম্পর্কে-