হিরোশিমার বোমা থেকে মিচিকো যেভাবে দৌড়ে বেঁচেছিলেন - BBC News বাংলা
হিরোশিমায় বোমা পড়লো যেদিন, ভাগ্যক্রমে সেদিন অল্পের জন্য প্রাণ বেঁচেছিলেন মিচিকো ইউশিটসুকা। হিরোশিমায় সেদিন যে ভয়ংকর দৃশ্য প্রত্যক্ষ করেছেন তিনি, বাকী জীবন তাকে এর ভার বহন করতে হয়েছে। মিচিকোর বয়স তখন ১৪। সেদিন যদি তিনি কাজে যাওয়ার নিয়মিত ট্রেনটিতে উঠতে না পারতেন, ঘটনা অন্যরকম হতে পারতো। হিরোশিমায় যখন বোমাটি পড়ছে, তখন মিচিকো পৌঁছে গেছেন নিরাপদ দূরত্বে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- হিরোশিমা দিবস