নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত ছয়টি রাজনৈতিক দল গত বছরে তাদের আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি। দেশের অন্যতম বৃহত্তম দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আবেদন করে সময় বাড়িয়ে বর্ধিত সময়ের মধ্যেও তারা তাদের দলের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে পারেনি। ঈদের ছুটি থাকায় ৩ আগস্ট হিসাব জমা দেয়ার শেষ দিন ছিল। করোনার কারণ দেখিয়ে বিএনপিসহ পাঁচটি দল সময় বাড়ানোর অনুরোধ করেছে। এ কারণে হিসাব দেয়ার সময় বাড়ছে বলে জানা গেছে।
ইসি সংশ্লিষ্ট শাখা সূত্রে জানা গেছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশনের কাছে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব দলগুলোকে জমা দিতে হয়। এবার ৩১ জুলাই ঈদের ছুটি শুরু হয়। তাই আইন অনুযায়ী ঈদের ছুটি শেষে ৩ আগস্ট হিসাব দেয়ার সময় অতিক্রান্ত হয়েছে। সময়মত হিসাব দাখিল করেনি সেসব দল হলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, গণফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। তবে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ সময় মতো বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৪টি দল। উল্লেখ্য, হিসাব জমা দেয়ার জন্য নিবন্ধিত ৪১ দলকে নির্বাচন কমিশন চিঠি দেয় গত জুলাই মাসের শুরুতে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.